Weather

ধেয়ে আসছে আম্ফান ! আবারো বড়োসড়ো ক্ষতির মুখে পড়তে পারে চাষী, মৎস্যজীবীরা

ওড়িশার উপকূলবর্তী ১২ টি জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে

পল্লবী : আসছে ‘অম্ফান’ ! কড়া সতর্কবার্তা হাওয়া অফিস পক্ষথেকে। বঙ্গোপসাগরের উপকূল জুড়ে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করল আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজ্যিকাল ডিপার্টমেন্ট। সতর্কতায় বলা হয়েছে, বর্তমানে নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে ওঠার তীব্র সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আম্ফান’। এক শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওড়িশার উপকূলবর্তী ১২ টি জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সাধারন মানুষের জন্য জেলা কালেক্টরকে বিকল্প আশ্রয় তৈরি রাখতে বলা হয়েছে । জগত্‍সিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক এবং বালাসোর সহ মোট ১২ তী জেলায় জারি রয়েছে আম্ফান অ্যালার্ট।

আবহাওয়া অধিদফতরের প্রাথমিক তথ্য অনুসারে, এই নিম্নচাপ ঘুরে গিয়ে আবার বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ১৯ মে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি ও ২০ মে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের বাইরেও এই আম্ফান প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় উপকূল রক্ষীবাহিনী জানিয়ে দিয়েছে, তাঁরা প্রস্তুত পরিস্থিতি মোকাবিলা করতে। একটি বিবৃতিতে তাঁরা জানিয়েছে, রাজ্য প্রশাসন এবং মত্‍স্য দফতরের সাথে সমন্বয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার সামুদ্রিক উপকূলবর্তী এলাকায় সর্বাত্মক প্রচেষ্টার জন্য তৈরি।হাওয়া অফিসের থেকে মত্‍সজীবীদের ১৫ মে থেকেই সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। এই তিন এলাকার যে সব মত্‍সজীবী সমুদ্রে রয়েছেন তাঁদের অনতিবিলম্বে শনিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

একেই গত কয়েকটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণের বাংলার কৃষি কাজের ব্যাপক ক্ষতি হয়েছে । শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়েছে ফসল। এসবের পরে এই আম্ফান ঠিক কতটা ক্ষতি বয়ে আনছে তা জানা নেই কারোর। তবে সতর্কবার্তায় কিছুটা হলেও আঁচ পাওয়া যাচ্ছে। এর আগেও ‘বুল্বুল’ যখন এসেছিলো তার বিধ্বংসী প্রভাব আজ সকলকে ভাবায়। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় সে দিক থেকেই সচেতন প্রশাসন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading