সুভাষ মুখার্জী citu রাজ্য সভাপতি বললেন “অরুণাভ ঘোষ কোথাকার এক চামচা ” DA নিয়ে এ সব বলেন
ডিএ কর্মচারীদের অধিকার নয়, সুপ্রিম কোর্টের রায় টেনে দাবি করেন কংগ্রেস নেতা অরুনাভ ঘোষ একটি ডিজিটাল মাধ্যমে। এর পাল্টা citu রাজ্যসভাপতি সুভাষ মুখার্জী।

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস নেতা ও বরিষ্ঠ আইনজীবী অরুনাভ ঘোষ সম্প্রতি একটি ডিজিটাল মাধ্যমে বলেন যে ‘সরকার মনে করলে ডিএ দেবে, না মনে করলে দেবে না। সরকারি কর্মচারীরা ডিএ’র জন্য জোরাজুরি করতে পারেন না” , ডিএ কর্মচারীদের অধিকার নয়। এই একই দাবি করে আসছেন তৃণমূলের নেতারা।
প্রসঙ্গত বলাযায় কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন , ” আমি আর ডিএ বাড়াতে পারবো না , পারলে আমার মাথা কেটে নিয়ে যান ” এই বিষয় নিয়ে আমাদের নিউজ রুম থেকে CITU রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী কে ফোন করাহলে বলেন , “অরুণাভ ঘোষ কোথাকার এক চামচা ” , “যেখানে মহামান্য সুপ্রিমকোর্ট একটি রায়ে DA এর ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অধিকার বলে রায় দিয়েছেন । তিনি কোথাকার হরিদাসপাল ,” DA কে অনেকে বিশ্লেষণ করছেন Deferred Wage . কিন্তু এটা Deferred Wage নয়। Deferred Wage হচ্ছে বোনাস। DA হচ্ছে এমন একটি সুরক্ষা যেটা Index এর সাথে ঠিক হয়। এটা হচ্ছে Dearness Allowance অর্থাৎ মহার্ঘ ভাতা , এটা সরকারি ক্ষেত্রে ঘোষিত আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা Variable .বাজারের জিনিসের দাম কমলে DA কমবে আর দাম বাড়লে DA বাড়বে।”
CITU রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী আরো বলেন যে ” অরুনাভ ঘোষের এই বক্তব্যে বাম-কংগ্রেস সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। অরুনাভ ঘোষ তো এখন বিকাশ বাবুকেও আক্রমণ করেছে, যখন শিক্ষক দুর্নীতি নিয়ে হাইকোর্টে মেধার পক্ষে অবস্থান তৈরি হয় । আর ওনার এসব বলার পর আমাদের কোনো অসুবিধা হয়নি। অরুনাভ ঘোষ কে আর কেউ ধরছে না , সামাজিক গুরুত্ব পাবার জন্য এ সব বলছে। “