বাংলার ক্ষমতা দখলের জন্য খুনও করতে পারে মমতাকে ,বিস্ফোরক তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ! বিস্ফোরকের তীর বিজেপির দিকে
নিজেদের আয়ত্বে বাংলার সমস্ত ক্ষমতা আনতে যে কোনোদিন যে কোনো উপায় বিজেপি খুন করতে পারে মমতাকে বললেন বর্ষীয়ান মন্ত্রী

চৈতালি বর্মন : ওরা যে কোনোদিন যে কোনো উপায় মমতাকে খুন করতে পারে। মমতার সঙ্গে ভোটের লড়াই করে না পারলে তাহলে গোপনে লোক দিয়ে খুন করে অন্যের নামে দোষ চাপিয়ে দিতে পারে।’ বিস্ফোরক তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ে (Subrata Mukhopadhyaya)র। একইসঙ্গে জে পি নাড্ডা কনভয়ে হামলাকে ‘প্রচার পাওয়ার চেষ্টা’ বলেও কটাক্ষ করেন তিনি।দিনক্ষণ নির্ধারিত না হলেও ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। এবার যুযুধান তৃণমূল ও বিজেপি। যেনতেন ভাবেই বাংলা দখল করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির বললেন তৃনমুল মন্ত্রী। সেই লক্ষ্যে তারা যে কোনও পদক্ষেপ করতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এমনকী , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)কে খুন করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। সেই দোষ চাপানো হতে পারে তৃণমূল নেতৃত্বের ঘাড়ে।
যদিও রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই হামলাকে প্রচার পাওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছেন। তিনি কথা বলেন, ভাঙড়ের বোদরার কালিতলায়। সেখানে রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মিটিং করতে এসেছিলেন। তাঁর সহকর্মীদের গাড়ির কাঁচ ভেঙেছে। তিনি বলেন, তারা তদন্ত করে দেখেছেন গণ্ডগোল না করলে ওরা প্রচার পাবে না। তাই নিজের লোক ফিট করে এসব করেছে।অসত্য হলে রাজনীতি ছাড়বেন তিনি। সুব্রত মুখোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেন, তদন্ত করে দেখা হোক। তাঁর কথা সত্যি না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর যদি বিজেপি অসত্য কথা বলে থাকে, তাহলে ওরা নাক খত দিক। তাঁর অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক এনে অশান্তি পাকাচ্ছে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ওদের একটাই টার্গেট মমতাকে সরিয়ে দেওয়া। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, মাকে সরানো যায় না বলে মন্তব্য করেন তিনি।
কেউ তাঁর জায়গা নিতে চাইছে বলেছিলেন মমতা।দলে বিদ্রোহ ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন কেউ তাঁর জায়গা নিতে চাইছে। অর্থাত্ তাঁর মৃত্যু কামনা করা হচ্ছে। তবে সেটা তাঁর মৃত্যুর পরে সম্ভব। তিনি বলেছিলেন, মৃত্যু তো তাঁর হাতে নেই। সেটা রয়েছে ঈশ্বরের হাতে। দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরে জল্পনা শুরু হয়েছিল।