ছটপুজাতে রবীন্দ্রসরোবরে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
মামলা খারিজ করল সর্বোচ্চ আদালত, উল্টে দিল নির্দেশ

দেবশ্রী কয়াল : ক্রমশ বেড়ে চলেছে করোনার প্রকোপ। দূর্গা পূজার পর বেড়েছে আরও সংক্রমণ। তাই সংক্রমণ রুখতে এই বছর রবীন্দ্রসরোবরে ছট পূজা না হওয়ার নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সম্প্রতি, রবীন্দ্রসরোবরে যাতে ছট পুজো করা হয় তার জন্য রাজ্য সরকারের তরফে কলকাতার মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা সিএমডিএ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে।
এই মামলার পিছনে মূলত লক্ষ্য ছিল রবীন্দ্র সরোবর(Rabindra Sarobar) এলাকায় দূষণ ঠেকাতে ছট পুজো বন্ধ করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল যে নির্দেশ দিয়েছিল তার ওপর স্থগিতাদেশ জারি করার জন্যে। যাতে এই বৎসর পূজা করা যায়। কিন্তু এদিন সুপ্রিম কোর্টে সেই ধরনের কোনও পদক্ষেপ তো করেনি বরং উল্টে ট্রাইবুনালের নির্দেশ ঠিক মতন মানা হচ্ছে কিনা তা দেখতে নোটিস জারি করে দিল। ফলে এই বছর তো বটেই আগামী বছরগুলিতেও রবীন্দ্র সরোবরে ছট পুজো(chat puja) ফিরছে না।
একদিকে রয়েছে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, অপরদিকে স্থায়ী ভাবে রয়েছে, ট্রাইবুনালের নির্দেশ। এই সবকিছুর জেরে ছট পূজা কোনোভাবেই রবীন্দ্র সরোবরে করা সম্ভব নয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত। বিস্তারিত আসছে…