Nation

মুখ খুললেন রায়না, বললেন তাঁর পিসেমশাইকে কী নির্মম ভাবে খুন করা হয়েছে !

হত্যার বিচার চান রায়না, মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে করলেন ট্যুইট

দেবশ্রী কয়াল : খেলার প্রাক্কালে পারিবারিক কারন দেখিয়ে যখন সুরেশ রায়না দল থেকে সরে আসেন তখন থেকেই শুরু হয়ে যায় সমালোচনা। কেন আইপিএল খেলছেন না সুরেশ রায়না, এই নিয়ে সমালোচনার শেষ নেই। তবে অবশেষে মুখ খুললেন রায়না। বললেন, ‘পাঞ্জাবে আমার পরিবারের উপরে যা হয়েছে তা ভয়ঙ্কর।’ রায়না সকল রকম নীরবতা ভেঙে নিজের পিসির পরিবারের সাথে যে নির্মম ঘটনা ঘটেছে তাই ট্যুইট করে বলেন, ‘আমার পিসেমশাইকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পিসি এবং ভাই বোনরা গুরুতর ভাবে আহত হয়েছে এই ঘটনায়। এবং দুর্ভাগ্যজনকভাবে আমার খুড়তুতো ভাই বেশ কিছুদিন লড়াই চালানোর পর মারা গেছে গতকাল। এখন আমার পিসি সঙ্কটজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।’

এরপর রায়না ট্যুইট করে আরও লেখেন, এখনো পর্যন্ত জানি না সেদিন রাতে ঠিক কী ঘটেছিল। তাই পাঞ্জাব পুলিশকে অনুরোধ করছি যাতে সমগ্র পুরো বিষয়টা তাঁরা খতিয়ে দেখেন। কারা এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাল, তা জানার অধিকার আমাদের রয়েছে। কোনোভাবেই ওই আততায়ীদের ছাড়া উচিত হবে না।’ এই বিচার চেয়ে রায়না তাঁর ট্যুইটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং পাঞ্জাব পুলিশকে ট্যাগ করেছেন।

প্রথমে যখন দুবাই ছেড়ে রায়না ভারতে পাড়ি দেন তখন অনেক সমোলোচনার রোষে পড়তে হয়েছে রায়নাকে। তবে দলের তরফে জানানো হয়েছিল তাঁরা সবসময় পাশে রয়েছে। মাঝে গুজব ও রটেছিল যে, কোয়ারেন্টাইন পর্বে রায়নার আচার আচরণ মোটেই পছন্দ হয়নি টিম ম্যানেজমেন্টের। রায়নায় ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং এন শ্রীনিবাসনও। সেই গুজব উড়িয়ে দিয়ে শ্রীনি জানালেন, ‘রায়না ব্যক্তিগত কারণেই দেশে ফিরে গিয়েছে। এর বেশি কিছু নয়। ও এমন একজন ক্রিকেটার, যার পাশে আমরা সবসময় রয়েছি।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading