
তিয়াসা মিত্র: পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এক সমীক্ষাতে বলা হয়েছে এখন ২ জনের করোনা পরীক্ষা হলে সেখান থেকে এক জন পসিটিভ রিপোর্ট পাচ্ছে, এরকমই জায়গাতে পৌঁছে গেছে আমাদের মাতৃভূমি। এক ঝলকে পরিস্থিতি মেপে নেওয়া যাক
➤গত ২৪ ঘন্টাতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২ লক্ষ্য ৮৬ হাজার ৩৮৪ জন
➤ আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৬%
➤ মৃত্যু হয়েছে ৫৭৩ জনের
➤ মৃত্যুর হার ১.২২%
⧭ প্রতিদিনের করোনা আপডেট আপনাদের সামনে ক্রমাগত তুলে ধরার কারণ, আপনাদের সতর্ক করার জন্য। ” আতঙ্কে নয় সতর্ক থাকুন ” আমাদের হাতেই আছে করোনা নির্মূলের ঔষধ ” মাস্ক ,স্যানিটাইজার , সামাজিক দূরত্ব, হাত ধোয়া , অকারণে বাইরে না বেরোনো ” এই কয়েকটা প্রোটোকল আপনার ভবিষৎ জীবন সুন্দর বানাতে পারে।