
মধুরিমা সেনগুপ্ত : দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে খুলছে টালা ব্রিজ। আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যেই খুলে যাবে টালা ব্রিজ, ঘোষণা করলেন নতুন পূর্তমন্ত্রী মলয় ঘটক। উত্তর কলকাতার সাথে কলকাতা শহরতলীর একমাত্র যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল এই টালা ব্রিজ। কিন্তু ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় জীর্ণ অবস্থায় আছে
টালা ব্রিজ। তাই ২০২০-এর ফেব্রুয়ারি মাস থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ততদিন বিকল্প পথ দিয়ে চলছিল সমস্ত যানবাহন, কিন্তু ২০২২-এর ফেব্রুয়ারির মধ্যেই টালা ব্রিজ পুনর্নির্মাণের সব কাজ শেষ করে মার্চ-এপ্রিল থেকেই তা জনসাধারণের জন্য খুলে যেতে পারে এমনটাই ইঙ্গিত দেন নয়া পূর্তমন্ত্রী মলয় ঘটক।