Sports Opinion

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ ভারতের, নজর কাড়লেন শ্রেয়াস।

ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারতের তরুণ বাহিনী, বিদেশের মাটিতে জয়ের মুখ দেখায় ভারতকে।

@ দেবশ্রী : পাঁচ সিরিজের ম্যাচে প্রথমদিনেই, বিদেশের মাটিতে জাতীয় পতাকা তুলে ধরল টিম ইন্ডিয়া। শুক্রবার ইডেন পার্কে প্রথম টি-২০ ম্যাচে ২০৩ রান তাড়া করে সহজেই জয় পেল ভারত। প্রথম ম্যাচ জিতে একধাপ এগিয়ে থাকল ভারতীয় ক্রিকেট টিম। প্রজাতন্ত্র দিবসের আগে, ভারতের এই জয় এক অন্যতম মাত্রা যোগ করেছে।

ইডেন পার্কের বাইশ গজে কিউয়ি বোলারদের বিরুদ্ধে খুব সহজেই জিত হাসিল করল ভারতের তরুণ খেলোয়াড়রা। টি-২০ ক্রিকেটে দু’শো রান তাড়া করা মোটেই সহজ নয়। কিন্তু এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে সহজেই ম্যাচ জিতে নিল ভারত। শুরুটা অবশ্য ভারতের ভালো হয়নি। বড় রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ১৬ রান যোগ করে টিম ইন্ডিয়া। মাত্র ৭ রান করে দ্বিতীয় ওভারে মাঠ থেকে ফিরে যান রোহিত শর্মা।

তবে ম্যাচের শুরুতেই হিটম্যান-এর একটি দামি উইকেট হারলেও পিছনে তাকায়নি ভারত। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও বিরাট কোহলি ৯৯ রান যোগ করে ভারতকে আবার ম্যাচ ফিরিয়ে আনে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে রাহুল ও বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে সেখান থেকে সাবলীলভাবে দলকে বের করে আনে টিম ইন্ডিয়ার তরুণ খেলোয়াররা। শ্রেয়স আইয়ারের বিস্ফোরক ব্যাটিং কিউয়ি বোলাদের ম্যাচে ফেরার রাস্তা দেয়নি।মাত্র ২৯ বলে তিনটি ছক্কা ও পাঁচটি বাউন্ডাারির সাহায্যে ৫৮ রানে অপরাজিত থেকে ভারতকে সহজেই জয় এনে দেয় দিল্লির এই তরুণ। দলকে জিতে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন শ্রেয়স আইয়ার।

আইয়ারকে সঙ্গ দেন মনীশ পান্ডে ও শিভম দুবে। মনীশ পান্ডের আগে, খেলার মাঠে নামেন শিভম দুবে। আর ক্রিজে এসেই কিউয়ি বোলারদের উপর আক্রমণ করেন ভারতীয় ক্রিকেটের ‘নয়া যুবরাজ’। ৯ বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। কিন্তু একটা ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান তিনি। কিন্তু তার পর আইয়ারের যোগ সঙ্গ দেন পান্ডে। ১২ বলে একটি ছক্কা-সহ ১৪ রানে অপরাজিত থাকেন মনীশ। তবে এদিন মাঠে সবথেকে বেশি আক্রমণাত্মক ছিলেন শ্রেয়স। ছক্কা হাঁকিয়ে ১৯ ওভারেই ম্যাচ শেষ করে দেন দিল্লির এই তরুণ। আশা করা যাচ্ছে আগামী দিনেও এই তরুন ব্রিগেড আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে। এবং জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে ভারতকে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading