প্রবেশের পথে উত্তরের হাওয়া, তিনদিন পরেই আস্তে চলেছে জমানো শীত, জানালো মৌসুম ভবন
তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিস-এর

তিয়াসা মিত্র : বেশ কয়েক সপ্তাহান্তে পশ্চিমীঝঞ্ঝার কারণে শীতকালেও হয়েছে বৃষ্টি এবং তাপমাত্রা বেড়েছিল বেশ অনেখানি। যার দরুন হয়েছেন শারীরিক গোলযোগ এবং শীতের আমেজ থেকে বিরত হয়েছে রাজ্যবাসী। শীতের রড পোহানোর জায়গাতে ছাতা মাথায় বেরোতে হয়েছে। এরকমই দৃশ্য আমরা দেখেছি এবং অভিজ্ঞতা করেছি।
কিন্তু আজ সকাল থেকেই অনুভব করা যাচ্ছে ঠান্ডা শীতল হাওয়া ফুরফুরে রোদ অর্থাৎ পশ্চিমি ঝঞ্ঝা কাটতে শুরু করেছে এবং যার ফল স্বরূপ রাজ্যে ঢুকছে উত্তরঃ শীতল হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামী তিন দিন যদি এমনি হাওয়া চলে তাহলে বাঙালি আবারশিটের আমেজ পাবে একদম জাকিয়ে। সপ্তাহান্তে রাজ্যে পারদ পতন হলেও, আবহবিদদের অনেকের বক্তব্য, খাস কলকাতায় হয়তো শীত ততটা জোরালো না-ও হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সম্প্রতি বঙ্গের আকাশে শ্রাবণ-ভাদ্রের মতো মেঘ জমেছিল। হালকা বৃষ্টিও হয়েছে অনেক এলাকায়।
আলিপুর আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে বড় মাপের পারদ পতনের সম্ভাবনা আছে। তিন দিনে উত্তর এবং দক্ষিণ— রাজ্যের দুই অর্ধের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এরই সঙ্গে জানানো হয়েছে, সকালে কুয়াশারও সম্ভাবনা আছে কোনও কোনও জেলায়।