আজ ৩১ ডিসেম্বর পরীক্ষার এক মাস আগে বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা সংসদ
৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেটে বসবেন

পল্লবী কুন্ডু : করোনা দাপটে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় মাথা তুলে দাঁড়ানোর জো নেই কারোর। তবে এই সব কিছুকে পেছনে ফেলে এবার টেট পরীক্ষার দিন ঘোষণা করলো রাজ্য। গত ২৩ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষা(TET Examination)র দিন ঘোষণা করেছিলেন।

আজ ৩১ ডিসেম্বর পরীক্ষার এক মাস আগে বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি বেলা একটায় শুরু হবে পরীক্ষা। আড়াই ঘণ্টায় ১৫০ নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। পাশাপাশি জানা যাচ্ছে, ১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেটে বসবেন। অফ লাইনেই নেওয়া হবে পরীক্ষা।
পাশাপাশি টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারিতে। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁদের সুরক্ষায় উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। যাঁরা ইতিমধ্যেই টেটে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে ২০২১-এর ১০ থেকে ১৭ জানুয়ারি। তৃতীয় দফার টেট হবে ৩১ জানুয়ারি। পরীক্ষা হবে অফলাইনে। দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পর এবার অবশেষে পরীক্ষার দিন ঘোষণা টেটের।