ঝাড়গ্রামে দেখা মিললো সাক্ষাৎ কালীর, বইয়ের বহুরূপীই কি রাস্তায় !
১৭ বছরের কিশোর ধারণ করলো কালীর রূপ

সায়ন দেবসিংহ : কালীপুজোর রাতে ঝাড়গ্রামের রাস্তায় দেখা গেলো সাক্ষাৎ ইচ্ছাময়ীকে।কালির রূপে ইনি আসলে কে? একটি ছেলে, নাম সৌম্যদীপ। কুমুদকুমারী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। এই রূপে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো সৌম্যদীপ। মানুষ তাকে কালির বেশভূষায় দেখার পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ছবি। অনেকে পছন্দ করেছে তার কালির মেকআপ।
সৌম্যদীপের বাবা পেশায় টোটোচালক, মা দৃষ্টিহীন। দাদা এক বেসরকারি সংস্থার কর্মচারী। সৌম্যদীপ পড়াশুনোর পাশাপাশি নাচ এবং অভিনয় করে। বইয়ে বহুরূপী পড়েই তার মনে ইচ্ছে জেগেছিলো এমন সাজার। সে কোনোদিন সামনাসামনি কোনো বহুরূপীকে দেখেনি। তাই সে নিজেই রূপ ধারণ করলো কালির বেশ। সৌম্যদীপ জানায়, সে যে ছেলে প্রথমে তা কেউ বুঝতে পারেনি। কথা বলার পর মানুষ বুঝতে পারে। সৌম্যদীপের বহুরূপীকে ফিরিয়ে আনার এই চেষ্টাকে অনেকে সাধুবাদ জানিয়েছে।
“শোনো গল্প বলি” ইউটিউব চ্যানেল থেকে ছবিটি গৃহীত