তামিল অভিনেত্রীকে ছুরি দেখিয়ে নগ্ন ভিডিও করলো দুষ্কৃতীরা
অভিনেত্রী দীর্ঘ দিন ধরে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছেন, তিনি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ

তিয়াসা মিত্র : চেন্নাইয়ের ভালাসারভক্কম শহরে নাম করা এক তামিল অভিনেত্রীর বাড়ি ঢুকে দুই দুষ্কৃতী খুনের হুমকি দিয়ে জোর করে, ভয় দেখিয়ে তাঁকে পোশাক খুলে নগ্ন হতে বাধ্য করেন। এই ঘোরতর অন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য হন অভিনেত্রী। চেন্নাই সংবাদমাধ্যমের খবর তামিল অভিনেত্রী দীর্ঘ দিন ধরে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছেন। তিনি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি পুলিশের কাছে তাঁর নাম গোপন রাখার অনুরোধ করেন।
শুধু নগ্ন হওয়াই নয়। মাস্কে মুখ ঢাকা ওই দুই দুষ্কৃতী অভিনেত্রীর সোনার গয়না এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে শেষে পালিয়ে যায়। অভিনেত্রী পুলিশের কাছে নালিশ জানাতে গিয়ে বলেন, তাঁর ২৪ গ্রাম সোনা আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ফেরার হয় এবং নগ্ন অবস্থায় অভিনেত্রীর ভিডিয়োও তুলে নেয়। সিসিটিভির ফুটেজের মাধ্যমে পুলিশ দু’জন অপরাধীকে গ্রেপ্তার করে। অভিনেত্রী যদিও মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত।