মোবাইল ধ্যান, মোবাইল জ্ঞান সেই মোবাইলেই জীবননাশ বালকের
বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেয় ওই বালক। নাম বিরাজ পচিসিয়া

তিয়াসা মিত্র : শনিবার সন্ধে ৭.০০ টা নাগাদ ফুলবাগান থানা এলাকার ক্যানাল সার্কুলার রোডের একটি বহুতল থেকে পরে মৃত্যু হয় বালকের। মৃতের নাম বিরাজ পচিসিয়া (১২)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইলে গেমে আসক্ত হয়ে পড়েছিল সে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ক্যানাল সার্কুলার রোডের ওই বহুতল আবাসনের সুইমিং পুলের কাছে জোরে কিছু পড়ার শব্দ শোনা যায়। আবাসনের বাসিন্দারা গিয়ে দেখেন, সুইমিং পুলের কাছে ওই বালকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও তত ক্ষণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
ফুল বাগান থানার পুলিশি তদন্তে জানা যায়, ওই বালক পার্ক সার্কাস এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। তারা দুই ভাই। বাবা ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে একটি মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে ওই বালক। তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, ওই বালকের মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে জানা গিয়েছে, সেটি ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ গেমের মতো একটি খেলা। ওই খেলার শেষে অংশগ্রহণকারীকে আত্মঘাতী হওয়ার জন্য প্ররোচিত করা হয়। তাতেই আসক্ত হয়ে ওই বালক আত্মঘাতী হল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।