বিদ্যালয় ১০০% হাজিরা দেওয়ার বিরুদ্ধে আর্জি জমা কলকাতা হাই কোর্টে
আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গেছে

তিয়াসা মিত্র : গতকাল থেকেই শুরু হয়েছে স্কুল কলেজ এবং এরই ,মধ্যে আবারো কলকাতা হাই কোর্ট-এ আপিল করা হলো আরো একটি আর্জি , যেখানে বলা হচ্ছে, ১০০% হাজিরা দেওয়াই মুহূর্তে কি করে সম্ভব ? কারণ স্কুল শুরু হয়েছে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর তারই সাথে কেন্দ্র সরকার শুরু করেছে কেন্দ্রীয় সরকার ১৫ বছর থেকে ১৮ বছরের টিকাকরণ শুরু করেছে। ফলে অষ্টম শ্রেণির পড়ুয়া, যাদের বয়স ১৪ বছর, তারা টিকা পাচ্ছে না। ফলে সংক্রমণের ভয় থাকছেই।
এই প্রেক্ষিতেই আইনজীবীর আবেদন, এমন অনেকে পড়ুয়া রয়েছে, বয়স ১৫ বছর না হলেও তারা অষ্টম, নবম কিংবা দশম শ্রেণিতে পড়ে। স্বভাবতই তারা টিকা পায়নি। এই অবস্থায় তারা স্কুলে গেলে সংক্রমণের আশঙ্কা থাকে। তাই টিকা না দেওয়া পর্যন্ত তাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করুক সরকার। পাশাপাশি বাকিদের জন্য চলুক স্কুলে গিয়ে ক্লাসও। না হলে সামগ্রিক ভাবে পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার হাই কোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করা হয়। প্রধান বিচারপতি আগামী সোমবার মামলাটির শুনানি করবেন বলে জানান।