সরকারি কর্মীদের ছুটির আমেজ থেকে বেরোনোর নির্দেশ নবান্নের তরফ থেকে
জোর কদমে প্রকল্প গুলির কাজ শেষ করার নির্দেশ মুক্ষমন্ত্রীর তরফ থেকে

তিয়াসা মিত্র : দুরপুজো থেকে ভাইফোঁটা টানা ছুটির পর এবার খাতায় কলমে আবারো কাজের মরশুম চলে এসেছে। ছুটির মরশুম এর পর খোদ তৎপর হয়ে কাজে মনোনিবেশ করছে নবান্ন। সূত্রের খবর, সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। পুজো উপলক্ষ্যে লম্বা ছুটির পর ফের জোরকদমে যাতে সরকারি কাজকর্ম শুরু হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। বলা হয়েছে, সরকারি প্রকল্পের কাজ আবার করে ঝালিয়ে দেখতে। মুখ্যসচিব স্পষ্ট করে জেলাশাসকদের বলেছেন, পুজো-পরবর্তী এই সময়ে সরকারি কর্মচারীরা এখন কোনও বাড়তি ছুটি পাবেন না।
উচ্চপদস্থ অফিসার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার প্রতি সমান নির্দেশ। পুজোর আগে শেষ হওয়া প্রকল্প গুলির ওপর আবারো নজর রাখার নির্দেশ দিচ্ছে হরিকৃষ্ণ ত্রিবেদী। বলা হচ্ছে , ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর যেখানে যত টাকা আটকে আছে তা দ্রুততার সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে শীঘ্রই।
তবে তার আগে আবারো একবার সমস্ত নথিপত্র ঝালাই করার নির্দেশ দিয়েছেন নবান্নের ওপর মহল থেকে।