Big Story

গতকালের রাজ্যপালের বক্তব্যের রেশ আজ কলকাতার রেড রোডে তার পার্শপ্রতিক্রিয়া

শারীরিক আচরণে ক্ষুব্ধতা বোঝালেন রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রী

তিয়াসা মিত্র : গতকাল বিধাসভার সামনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের পরিস্থিতি, রাজ্যের মুখ্যমন্ত্রী , সরকারি অফিসারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনেক বিষয়কে তিনি তুলে ধরেছেন সাধারণ মানুষদের সামনে, যার ফল স্বরূপ আজ প্রজাতন্ত্র দিবস-এর উপলক্ষে কলকাতার রেড রোডে শিথিল ভাবে ঘটতে দেখা গেলো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে অসহিষ্ণুর চিত্র।

১০.৩৫ নাগাদ অনুষ্ঠান স্থানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তার কিছুক্ষণ বাদে সেই জায়গাতে আসেন আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকর। সংবাদ মাদ্ধমের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় মুখ্যমন্ত্রীর শারীরিক অঙ্গভঙ্গিতে তীব্র অসন্তোষ। রেওয়াজ অনুযায়ী রাজ্যপাল আসেন মুখমন্ত্রী সন্নিকটে এবং প্রীতিকর নমস্কার করেন কিন্তু, স্পষ্টত লক্ষণীয় যতক্ষণ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে না এসেছে ততক্ষন তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি। একজন মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যতটা সৌজন্য বোধ দেখানো উচিত উনি ঠিক সেই টুকুনই দেখান।

এই আচরণে উনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন যে গতকালের সাংবিধানিক বৈঠকে উনি যে কথা গুলো বলেছেন সেগুলি মুখ্যমন্ত্রীর খবর কারণ হয়ে দাঁড়িয়েছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: