যুবককে মাটিতে ফেলে তাঁর বুকে পা তুলে দিলেন সিভিক পুলিশ
এমন দৃশ্যের সাক্ষী আগে হয়নি শহরবাসী

সায়ন দেবসিংহ : এক সিভিক পুলিশ রাস্তায় পরে থাকা বয়েস কুড়ির যুবকের বুকে পা তুলে দিলেন। এমন দৃশ্য আগে দেখেনি শহরবাসী। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র সদন এক্সসাইড মোড়ে এমনি এক দৃশ্যের সাক্ষী রইলো মহানগরী। মাটিতে লুটিয়ে থাকা যুবক ছাড়ানোর চেষ্টা করলেও পা সরাননি গ্রিন পুলিশ, উল্টে আরো ঠেসে ধরেন যুবককে।বুকে-পিঠে লাথিও মারা হয় যুবককে। অনেকেই এই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেন।
এই ঘটনার জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কেন ঘটলো এমন অমানবিক ঘটনা ! কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান,‘‘আমি ঘটনাটি দেখে বিব্রত। ঘটনার জন্য দুঃখিত। রাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে। ওই সময়ে ওখানে ডিউটিতে থাকা ট্রাফিকের সমস্ত অফিসারদের সোমবার সকালে আমার অফিসে ডেকে পাঠিয়েছি। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও কী করে এই অমানবিক ঘটনা ঘটল, তা জানতে চাওয়া হবে। অফিসারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য তদন্ত হবে।’’