জল্পনার কি সত্যি ইতি ?! সাতপাঁকে কি বাধা পড়তে চলেছে দেব রুক্মিণী !
নতুন ছবি মুক্তির দিনেই নতুন জীবনে পা রাখবেন যুগল! জানালো দেব

তিয়াসা মিত্র : অবশেষে সব জল্পনা কাটিয়ে দেব রুক্মিণী-র চার হাত এক হতে চলেছে। এমনি খবর প্রকাশ্যে আনলেন তারকা যুগল। ‘‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’’ যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি ‘কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরতে চলেছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে। নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না কেউ! হঠাৎ কী এমন ঘটল যে এত বড় ঘোষণা করে দিলেন দেব?
এতদিন দেব অনুরাগীতে ছাতকপাখির মতন বসে ছিল দেব এবং রুক্মিনীর সম্পর্কের পরিনয়ে দেখা নিয়ে। অবশেষে মুক্তিপ্রাপ্ত ছবি কিশমিশ-এর সাংবাদিক সম্মেলনে দেব নিজেই জানালেন সেই কথা। তবে বেপারটা কি ? এ দিন সবাই দেবকে ঘুরিয়ে ফিরিয়ে একটিই প্রশ্ন করে গিয়েছেন, দিন এগোচ্ছে প্রেম কি বাড়ছে দেব আর তাঁর দেবীর? প্রথমে হাসিমুখে এড়িয়ে যাচ্ছিলেন দেব-দেবী। কখনও হাল্কা খুনসুটিও করেছেন, ‘‘আরে, সবাই যে আমার বেড রুমে ঢুকে পড়ছেন!’’ তার পরেই আচমকা বলে উঠেছেন, ঠিক আছে। নতুন ছবি মুক্তির দিনেই নতুন জীবনে পা রাখবেন যুগলে! পাশে তখন লাজুক হাসছেন রুক্মিণী।