বিধ্বংসী আগুন রাজাবাজারে, ক্ষয়ক্ষতির খবর মেলেনি
দমকল কর্মীদের দেরি করে আসায় ক্ষুব্ধ স্থানীয়রা

মধুরিমা সেনগুপ্ত: বিধ্বংসী আগুনের কবলে রাজাবাজার। সোমবার সকালে রাজাবাজারে ক্যানেল ইস্ট রোডের নারকেলডাঙা খালপাড়ের বস্তিতে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। ঘটনাটি জানার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন সহ পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। শেষ পর্যন্ত দমকলের টানা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
সূত্র অনুসারে জানা যাচ্ছে এদিন সকালে ওই এলাকা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রাই। তারপরে প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু প্রচুর পরিমান দাহ্য বস্তু মজুত থাকায় বস্তিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বস্তিবাসীদের। অল্প সময়ের মধ্যে গোটা এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়।
জানা যাচ্ছে সকাল সাড়ে দশটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এলেও ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসতে দেরি করে দমকল এমনটাই অভিযোগ স্থানীয় অধীবাসীদের। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। ঠিক কি কারণে এই অগ্নিকান্ড তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা