খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়েছে হাতিটি, ধারণা গ্রামবাসীদের
সাতসকালে দলছুট হওয়া হাতির তান্ডবে আতঙ্ক গ্রাম জুড়ে

পল্লবী কুন্ডু : দলছুট হওয়া হাতিকে ঘিরে আতঙ্ক সারা গ্রাম জুড়ে। বাঁকুড়া(Bankura)র ইন্দপুর রেঞ্জের পাথরাকাটা গ্রামে ঢুকে পড়ে এই হাতিটি। আজ সকালে সেই হাতিটি স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে। এর আগে কখনও এই এলাকায় হাতির দেখা মেলেনি। কার্যত, সেই কারণেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।
যদিও স্থানীয় বনদফতরে(Forest Department)র কর্মীরা হাতিটিকে গ্রাম থেকে ছোটগড়া জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন এবং সেখান থেকে হাতিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য কোনও গভীর জঙ্গলের দিকে। মনে করা হচ্ছে, হাতিটি দল ছুট হয়ে গঙ্গাজলঘাঁটি, ঝাটিপাহাড়ি হয়ে এই এলাকায় এসে পৌছেছে। পুরুলিয়ার দিক থেকেও হাতিটি এসে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। এঘটনার পাশাপাশি, আজ সকালেই মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে দলমার আরেক দলছুট হাতি গ্রামে ঢুকে দাপিয়ে বেরিয়েছে।
হাতিটি গ্রামে মধ্যে ঢুকে পড়ায় একেবারে হুলুস্থুল গোটা এলাকা জুড়ে। এই গ্রামের পাশের জঙ্গলে দিন দুয়েক ধরেই দেখা মিলছিল দলছুট এই হাতিটির। খাবারের খোঁজেই সাতসকালে হাতিটি গ্রামে ঢুকেছিল বলে দাবি স্থানীয়দের। তবে এখনও পর্যন্ত দেখা মেলেনি বনদফতরের কর্মীদের, তাই প্রাণের ঝুঁকি নিয়ে হাতিটিকে কোনওক্রমে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা নিজেরাই চালাচ্ছেন গ্রামবাসীরা। তবে অতীতের ঘটনাকে স্মরণে রেখে, দলছুট হওয়া এই হাতিগুলির সাথে যাতে কোনোরকম খারাপ না করা হয় সে বার্তায় দেওয়া হচ্ছে।