Big Story

বাংলার সাধারণ ছেলের অসাধারণ ভাবনা

নবীন ফুটবলারদের জন্য এক বছর ফ্রীতে প্রোটিন পাউডার

বনিতা রায় : খেলাধুলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন ছিলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। গতকাল ৩০শে অক্টোবর ম্যারাডোনার জন্মদিন ছিল। মৃত্যুর পর এবছর প্রথম জন্মদিন ম্যারাডোনার। সোতপুর ফাস্ট লেনের এক স্থানীয় বাসিন্দা শান্তনু দত্ত ও তার স্ত্রী সুস্মিতা দত্ত দুজনে প্রতি বছর মত এবছরও উদ্যোগ নিয়ে গতকাল তাদের বাড়ির সামনে পালন করলেন ম্যারাডোনার জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য শুভাশিস চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশেষজ্ঞরা।


শান্তনু দত্ত জানিয়েছেন, ” তার বাবার কাছ থেকে প্রথম ম্যারাডোনার কথা শোনে এবং পরবর্তীকালে তার খেলা দেখে তার বক্তব্য শুনে তিনি তার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন।” তিনি আরো জানিয়েছেন, ” তার জীবনের ভালো-মন্দ সিদ্বান্ত ম্যারাডোনার খেলা ও বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে সমাধান করেন।” গতকাল ম্যারাডোনার জম্নদিনের কেক কেটে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এবং দম্পতিদের ওষুধ কোম্পানির প্রোটিন পাউডার (প্রো ফিট +) লঞ্চ করা হয়। ওখানকার ফুটবল একাডেমির বাচ্চাদের এই প্রোটিন পাউডারটি এক বছর ফ্রীতে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। পাশাপাশি ফুটবল, ফুটবলের সমস্ত জিনিসপত্র এবং খাবার-দাবারও দেওয়া হয়। ম্যারাডোনার লাস্ট খেলার বক্তব্য ও খেলার কিছু মুহূর্ত দেখিয়ে এবং বিশিষ্ট ব্যাক্তিদের বক্তব্যের মাধ্যমে রাত দশটায় অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: