Sports Opinion

১১ বছরের এক ক্রিকেটারের পাশে লোকেশ রাহুলকে, চিকিৎসার জন্য দিলেন ৩১ লক্ষ টাকা

রক্তের বিরল রোগে ভুগছে পঞ্চম শ্রেণির এই ক্রিকেটার তবে এখন সুস্থতার পথে ভরদ

তিয়াসা মিত্র : এক ১১ বছরের খুদে ক্রিকেটারের চিকিৎসার জন্য পাশে দাঁড়ালো লোকেশ রাহুল। রক্তের বিরল রোগে ভুগছে সে। অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে খুদে ক্রিকেটার ভরদ নলওয়াডের। সেই চিকিৎসার খরচের জন্য ৩১ লক্ষ টাকা দিলেন লোকেশ রাহুল। গত বছর ডিসেম্বর থেকে ভরদের বাবা সচিন এবং মা স্বপ্না ঝাঁ ছেলের চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা তোলার লক্ষ নেন। সেই খবরটি নজরে আসে রাহুলের দলের।

সেপ্টেম্বর থেকে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ভরদ। রক্তের বিরল রোগে ভুগছে পঞ্চম শ্রেণির এই ক্রিকেটার। তার রক্তকণিকার পরিমাণ খুব কম। সাধারণ জ্বর সারতেও এক মাস সময় লেগে যায়। এমন অবস্থায় অস্থি মজ্জার প্রতিস্থাপনই এক মাত্র চিকিৎসা। ব্যয়বহুল সেই চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা প্রয়োজন ছিল।

এখনো আস্তে আস্তে সেই শিশুটি সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে। রাহুল বলেন, ‘‘ভরদের সম্পর্ক জানার পরেই আমার দল ওদের সঙ্গে যোগাযোগ করে। যে কোনও ভাবে সাহায্য করার জন্য তৈরি ছিলাম আমরা।’’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: