Health

দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫,০০০, মৃত্যুর গন্ডি ছাড়িয়েছে ৫০০ !

যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনার দাপট।

@ দেবশ্রী : দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়ে গিয়েছে কিন্তু তাও যেন এর উপরে লাগাম লাগানো যাচ্ছে না। বলা হয়েছে আগামী ২০ শে এপ্রিলের পর গ্রামীণ ও কৃষি অর্থনীতি অনেকটাই খুলে যাবে, সেখানে দেওয়া হবে শিথিলতা। কিন্তু পরিস্থিতি হয়ে উঠছে আরও ভয়ঙ্কর। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৭২৩ জন। মারা গেছেন ৫২১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে আরও ১৩৩৪ জনের দেহে। চিকিত্‍সায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২,৪৬৬ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৯ জন।

একই দিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল ৫০০। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। মোট মৃতের মধ্যে ২১১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের। তার পর রয়েছে গুজরাত (৫৩) ও দিল্লি (৪২)। করোনা সংক্রমণে গোড়া থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩৬৫১। তার পরেই রয়েছে এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৯৩। মহারাষ্ট্র ও দিল্লি ছাড়া এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এমন রাজ্য রয়েছে আরও চারটি— তামিলনাড়ু (১৩৭২), মধ্যপ্রদেশ (১৪০৭), রাজস্থান (১৩৫১) ও গুজরাত (১৩৭৬)। একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুই। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (৯৬৯) ও তেলঙ্গানা (৮০৯)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩১০। মৃত্যু হয়েছে ১২ জনের। চিকিত্‍সায় সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। তবে রাজ্য সরকারের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ১৭৮। মৃত ১২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। তাহলে কী লুকানো হচ্ছে তথ্য ? কেন মানুষকে জানতে হচ্ছে না আসল আক্রান্তের সংখ্যা ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading