চরম প্রস্তুতির মূল্যায়নে তিনদিনের গোয়া সফরে অভিষেক
লড়াই তৃণমূল ময়দানে নামাবে গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

তিয়াসা মিত্র : আগামী ১৪-ই ফেব্রুয়ারী গোয়া বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে চলেছে, জাট জন্য তৃণমূল দলের চরম প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ অর্থাৎ সোমবার বিকেলে তিনদিনের গোয়া সফর করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এই লড়াই তৃণমূল ময়দানে নামাবে গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।প্রথম জন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেরিও। দ্বিতীয় জন চার্চিল আলেমাও। জানা যাচ্ছে ৪০ টি আসনের পর্যায়ে প্রতিটিতে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।
গোয়ার প্রার্থীতালিকা চূড়ান্ত করতে অভিষেকের এই গোয়া সফর। সূত্র খবর এই তিনদিন অভিষেক অভন্তরীন প্রত্যেকটি সমাবেশে যোগদান করবেন। সূত্রের খবর, ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় ১২টি আসনে লড়তে চেয়ে তৃণমূল নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠিয়েছে গোমন্তক পার্টি। গোয়ার এক তৃণমূল নেতা জানিয়েছেন, অভিষেক এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সব বৈঠক হবে ঘরোয়া। সেই বৈঠকে দলের প্রার্থিতালিকা যেমন-চূড়ান্ত হবে, তেমনই গোমন্তক পার্টির সঙ্গে জোটের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।
এরই ভেতরে বহু নেতা তৃণমূল ত্যাগ করেছে গোয়ার অভ্যন্তরে। সেই সমস্ত শুন্য পদ নিয়েও সিদ্ধান্ত গৃহীত হবে এই সফরের মারফত।