মুক্তির প্রতীক্ষাতে “পাঠান” তবে এখনই লুকের দর্শন দিলেননা বাদশা
তামিল, তেলেগু, হিন্দি তিন ভাষাতে মুক্তি পাবে এই ছবি

তিয়াসা মিত্র : দীর্ঘ চার বছর পর বড়ো পর্দাতে আস্তে চলেছে বলিউড বাদশা। তার অনুরাগীরা দীর্ঘ সময়ে অপেক্ষারত তার এই সিনেমা এবং তার নতুন লুক নিয়ে। মাঝে মধ্যেই আমরা দেখতে পাই তার ছবিতে ফটোশপ করে লম্বা চুল এবং দাড়িতে সাজিয়ে তুলছে শারুখ খানকে। তবে পাঠানের আসল রূপ কিরকম তা প্রকাশ্যে আসেনি এখনো।
একটি ছোট্টজলকে দেখা যাচ্ছে দীপিকা, জনকে, এল আঁধারি একটি সিন-এ কিং খানের ওৱেৰ দেখে বোঝা যাচ্ছে চুল তার একটু লম্বায় রয়েছে তবে মুখ মন্ডলী স্পষ্ট নয়। ২০১৮-তে তার শেষ সিনেমা তে সেরকম আশানরুপ ফল ছিলোনা এবং তার পর দীর্ঘ চারটি বছর নেই তার কোনো সিনেমা। তাই ডাই হার্ট SRK ফ্যানেরা অপেক্ষারত হয়ে রয়েছে তার এই নতুন লুক এবং সিনেমা ” পাঠান ” নিয়ে। রিলিসে-এর সময়ে বলে দেওয়া হয়েছে ইতি মধ্যে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। তামিল, তেলেগু, হিন্দি এই তিন ভাষাতে মুক্তি পাবে এই ছবি।
মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান খানের গ্রেফতার হওয়ার পর সমস্ত ছবির কাজে সাময়িক ভাবে ইতি টেনেছিলেন শাহরুখ খান। ‘পাঠান’ (২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল) ছবিটির জন্য মোট তিন সপ্তাহের কাজ ছিল। সেই ছবির কাজ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। ছেলে জামিন পাওয়ার পরে তিনি আবার কাজে ফেরেন। শ্যুটিং শুরু হয় যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর।