Entertainment

একশো কোটি ছুঁই ছুঁই “গাঙ্গুবাঈ” সফলতা উদযাপনে আলিয়া ভাট !

দ্বিতীয় সপ্তাহান্তেই ১০০ কোটির ঘরে পা রাখবে ছবিটি- বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি

তিয়াসা মিত্র : মুক্তির প্রথম দিনেই দশ কোটির ব্যবসা করে গাঙ্গুবাঈ কাথিয়াবাদী। প্রথম সপ্তাহান্তেই ৩৯ কোটির ঘরে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াবাড়ি’। দ্বিতীয় সপ্তাহান্ত উপস্থিত। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, ষষ্ঠ দিনেও জমিয়ে ব্যবসা করছে ‘গঙ্গুবাই’। এই ধারা যদি ধরে রাখতে পারে, তা হলে দ্বিতীয় সপ্তাহান্তেই ১০০ কোটির ঘরে পা রাখবে ছবিটি। এবং সেই অনুযায়ী, আলিয়া ভট্টের ছবিটি বলিউডের চতুর্থ ১০০ কোটির ছবির তকমা পাবে। তরণের বক্তব্য, ‘গঙ্গুবাই’-এর আগে এই তালিকায় নাম রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর।

তবে এই সবের মধ্যে নায়িকার জীবন যাপন কেমন চলছে তারই খবর পাওয়া গেলো বলি সূত্রে। জানা যাচ্ছে, প্রচন্ড বেস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে নায়িকার, ছবির প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে রমরমিয়ে। তবে সকাল শুরু করছে নিজেকে সময়ে দিয়ে, যোগ ব্যায়াম থেকে শুরু করে ত্বকের যত্ন সব করে নিজের প্রতিদিনের কাজ শুরু করছেন। পোশাক পড়ছেন গাঙ্গুবাঈ স্টাইলেই। কখনো খোঁপা বা কখনো বেনুনি। ফল মেলাতে সাজিয়ে তুলছে কেশভাগ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: