Sports Opinion
ড্রেসিং রুমে জুতোয় মদ ঢেলে খেয়ে বিশ্বকাপ জয় উদযাপন করলেন ফিঞ্চরা
রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

সায়ন দেবসিংহ : বিশ্ব মঞ্চে কিউয়িদের হারিয়ে বিশ্বকাপ জিতলেন ফিঞ্চরা। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছিল ১৭২ রান, ৪ উইকেট হারিয়ে। এরপর রান তাড়া করতে নেমে ফিঞ্চরা ৭ বল বাকি থাকতেই ১৭৩ করে দেয়, ২ উইকেট বাকি থাকতেই। কাজে এলোনা উইলিয়ামসনের বিধ্বংসী ব্যাটিং (৮৫)। অন্যদিকে মার্শ- ওয়ার্নাররা ব্যাট হাতে সফল ছিল এদিন।
জয়ের পরই ড্রেসিং রুমে জুতোয় মদ ঢেলে খেলেন ফিঞ্চরা। এভাবেই উদযাপন করলেন বিশ্বসেরা হওয়ার আনন্দ।