Uncategorized

বিক্ষোভের জেরে স্তব্ধ রাজপথ, এবার প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কৃষি আইনের প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

পল্লবী কুন্ডু : বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সামিল গোটা কৃষক সম্প্রদায়। প্রতিবাদ জানিয়ে এর আগেই এনডিএ (NDA) ছেড়ে বেরিয়ে এসেছিল পাঞ্জাবের শিরোমণি আকালি দল(Shiromani Akali Dal)। নরেন্দ্র মোদী(Narendra Modi) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, তাঁর পুত্রবধূ হরসিমরত বাদল কৌর। এবার কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পাশাপাশি কৃষি আইনের প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল(Parkash Singh Badal)।

আজ চতুর্থ দফায় কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা কেন্দ্রের। তার আগে এদিন নিজের বাস ভবনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখান থেকে বেরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী কে বলেছি, দ্রুত সমস্যার সমাধান করুন নাহলে পাঞ্জাবের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তা ছাড়া নিরাপত্তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ।’ কৃষক নেতাদের সাফ কথা, জরুরি অধিবেশন ডেকে সংসদে এই কালা আইন বাতিল করতে হবে। হুঁশিয়ারির সুরে ক্রান্তিকারী কিষান সমিতির এক নেতা বলেছেন, ‘এখনও দিল্লি ঢুকিনি। সরকারের টনক নাড়াতে যদি সেটা করতে তাহলে তাও করবেন দেশের অন্নদাতারা।’

২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন প্রকাশ সিং। বৃহস্পতিবার ৯২ বছর বয়সী এই নেতা তা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছেন। শিরোমণি আকালি দল বিজেপির দীর্ঘদিনের শরিক। কিন্তু কৃষি আইন সেই সম্পর্কে চিড় ধরায়। এর মধ্যে পাঞ্জাবের একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী হকি তারকা, তেমন রয়েছেন বক্সার-সহ অন্যান্য খেলার কিংবদন্তিরাও। এবার সম্মান ফেরালেন প্রকাশ সিং বাদল।

পাঞ্জাব-হরিয়ানার হাজার হাজার কৃষকের বিক্ষোভে স্তব্ধ হয়েছে রাজপথও। আর এবার পরিস্থিতির উষ্ণতায় পদ্মবিভূষণ ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: