Big Story
অসুস্থবোধ করছেন জগদ্বীপ ধনকর , এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপালকে
রাজ্যপালের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে। তাঁর এমআরআই পরীক্ষা করা হতে পারে

তিয়াসা মিত্র : আবারো অসুস্থবোধ করছেন রাজ্যের রাজ্যপাল জগদ্বীপ ধনকর। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার হচ্ছে বলে খবর। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের স্নায়বিক কিছু সমস্যা হচ্ছে। তাঁর এমআরআই পরীক্ষা করা হতে পারে। এর আগে পয়লা এপ্রিল ঠাকুরনগর যাওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ধনখড়। খবর ছিল, বদহজমের সমস্যা হয়েছে তাঁর। তখন রাজভবনেই তাঁর চিকিৎসা করা হয়েছিল। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র থেকে তার শারীরিক কোনো খবর পাওয়া যায়নি।