অনিশ্চয়তার পরিস্থিতি গঠন করলো হাই কোর্ট, রায় প্রকাশ এখনই নয়
পুরো ভোটার ক্ষেত্রে কোনো রকম রায় পাস হলো না হাই কোর্ট থেকে

তিয়াসা মিত্র : রাজ্য সরকারের সুপারিশ অনুসারে, কলকাতা এবং হাওড়ায় আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন এবং ২২ ডিসেম্বর ফলপ্রকাশ হওয়ার কথা ছিল। পুরভোটে নিয়ে মামলা রাজু করেছিল বিজেপি সরকার। তাদের দাবি ছিল শুধু কলকাতা ও হাওড়াতে ভোট না করে সমগ্র পশ্চিমবাংলাতে পৌর অঞ্চল গুলিতে ভোট করার। এবং সেই নিয়ে টানা জল ঘোলা হওয়ার পরে ঘোষণা করা হয়ে আগামী ২৪ শে নভেম্বর অর্থাৎ আজ এই বিষয়ের ওপর শুনানি করা হবে।
সেই নিয়ে ছিল সকাল থেকেই টানা উত্তেজনা বিজেপি স্বপক্ষের মনে। তবে আজ কোনো রায়ে দিলো না হাই কোর্ট, জানা যাচ্ছে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার পুরভোট মামলার শুনানি হবে। এমতাবস্থায় বৃহস্পতিবার কীভাবে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল।
তবে হাই কোর্টের অন্য উচ্চ পদ সম্পন্ন বিচারকেরা মনে করছেন যেহেতু কোর্ট থেকে কোনো রকম অর্ডার বেরোয়নি তাই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে কোনো বাধা নেই কমিশনের ,সেই অনুযায়ী তাহলেকি আবার হাওড়াতে ভোটার দামামা? এই নিয়েই এখন শুরু জল্পনা রাজনৈতিক মহলে।