এসএসসি কর্মী নিয়োগে অনিয়মিত মামলাতে হাইকোর্ট তলব করলো রিপোর্ট
৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আদেশ দিলো হাই কোর্ট

তিয়াসা মিত্র : এসএসসি গ্ৰুপ সি-এর পর এবার গ্রূপ ডি-এর নিয়োগ মামলাতে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে জানাল ৪৮ ঘণ্টার মধ্যে এই মামলার রিপোর্ট কমিটিকে জমা দিতে হবে আদালতের কাছে। এসএসসি নিয়ে এই শুক্রবার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ-এ।
হাই কোর্টের দুই বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হয় শুনানি। বেঞ্চ গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্তে আগামী শুক্রবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে প্রায় ৮০০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ওই ঘটনার সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় একক বেঞ্চ। তবে রাজ্য একক বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। গত ১৮ ফেব্রুয়ারি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলাটিতেও স্থগিতাদেশ দেয়।