
পল্লবী কুন্ডু : পরপর তিনদিন সোনার দামে(Gold rates) লাগাতার বৃদ্ধি হওয়ার পর শুক্রবার কিছুটা পতন লক্ষ্য করা গেল। আন্তর্জাতিক বাজারে সোনার দামের উত্থান-পতন হতেই থাকে। আন্তর্জাতিক বাজারের সেই প্রভাব পরে ভারতীয় বাজারেও। বাজার ঘুরে দেখা যাচ্ছে, এমসিএক্স সূচকে এ দিন সোনার দামে অন্তত ০.২৪% পতন হয়েছে। যার ফলে প্রতি দশ গ্রাম সোনার দাম কমে ৫০,২৭০ টাকায় পৌঁছেছে।
তবে সোনার পাশাপাশি রুপোর দামেও লক্ষণীয় পরিবর্তন এসেছে। সূত্রের খবর, এমসিএক্স সূচকে রুপোর দাম ০.৬% শতাংশ হারে কমেছে। এর ফলে প্রতি কেজি রুপো ৬৭,৮৮২ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর দামেও ৩.৫% বৃদ্ধি হয়ে ২৩০০ টাকা বৃদ্ধি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যের উত্থান-পতনের সঙ্গে ধাতুর দামে পরিবর্তন হয়। যেমনভাবে গত বৃহস্পতিবার ডলারের মূল্য কমে যাওয়াতে এমসিএক্স সূচক অনুযায়ী সোনার দাম ১.৫ শতাংশ হারে বেড়ে দশ গ্রাম সোনার দামে ৭৫০ টাকা বৃদ্ধি হয়।
এই দরের নিরিখেই আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৮৭১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৮৯৬৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৮৭১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮৭১০০ টাকা। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৯৭১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৭৭৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৭১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৭১০০ টাকা। পাশাপাশি আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম/কেজিঃ ১ গ্রাম রুপোর দাম ৬৭.৯০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৪৩.২০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৭৯ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৭৯০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৭৯০০ টাকা।