
তিয়াসা মিত্র : রাস্তা থেকে উদ্ধার হলো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি দেহ। সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ। পুলিশ সূত্রে খবর তার দেহ ছিল বস্তা বন্দি অবস্থাতে। কি কারণ বা কারা এই কাজ করেছে তা কিছুই জানা যায়নি। এই ঘটনাটা দুজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু জানা গেল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক সংবাদমাধ্যমকে জানান, লাশটি টুকরা করে দু’টি বস্তায় ভরে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। নিহত শিমুর গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।