রাজ্যে তৈরী হবে রাজ্যের দ্বিতীয় বৃহৎ বিমান বন্দর পরিকল্পনা !
দক্ষিণ ২৪ পরগনার কাছে দেখা হচ্ছে সেই জমি

তিয়াসা মিত্র : সাম্প্রতিক নবান্ন সূত্রে খবর, আরো একটি বিমান বন্দর তৈরির কাজে লেগে পড়েছে নবান্ন। তার কারণ হিসাবে জানা যাচ্ছে, দমদম বিমান বন্দর-এ সাম্প্রতিক খুবই চাপ বেড়েছে এবং আসছে সময়ে তা আরো বাড়বে। তাই চাপ কমাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একসঙ্গে অনেকটা জমি পাওয়া যেতে পারে বলে খবর এবং সেটির ওপর তৈরী হবে সেই বিমান বন্দর । যে কারণে ওই অঞ্চলে জমি দেখা হচ্ছে বলে নবান্ন সূত্র উদ্ধৃত করে জানিয়েছে তৃণমূলের মুখপত্র।
জানা যাচ্ছে, বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান যাতে নামতে পারে, তেমন প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর তৈরির জন্য জমি দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে কর্তৃপক্ষের মাথায় রয়েছে, বিমানবন্দরের হ্যাঙ্গারে এক সঙ্গে অনেক বিমান রাখার বিষয়টিও। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ে রাজ্যের বন্ধ বিমানবন্দরগুলি চালু করার জন্য ব্যবস্থা নিতে বলেন প্রশাসনিক বৈঠকে। তার সাথে তিনি অন্ডাল বিমান বন্দরের অধুনিকত্ব বাড়ানোর বিষয়টিও সামনে আনেন।