Nation

কম্পন অনুভূত জম্মু-কাশ্মীরে, রিখটার স্কেলে ভূমিকম্পের মৃদু তীব্রতা ৩.৫

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ১০.৫৮ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায়

পল্লবী কুন্ডু : বছরের শুরুতে ফের কেঁপে উঠলো জম্মু ও কাশ্মীর। সোমবার সকালে মৃদু তীব্রতার কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়।রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ছিল ৩.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি(National Center for Seismology) জানিয়েছে, সোমবার সকাল ১০.৫৮ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায়।

এর সাথেই ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ভূমিকম্পের উত্‍সস্থল ছিল ৩৪.২৮ অক্ষাংশ এবং ৭৪.৫২ দ্রাঘিমাংশ, ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে। গুলমার্গ থেকে ২৮ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের উত্‍সস্থল।

তবে ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির তেমন কোনো কোনও খবর পাওয়া যায়নি। তাছাড়া ভূমিকম্পের তীব্রতা অনেকটা কম থাকায় অনেকেই ভূমিকম্প টের পাননি। তবে এই কম মাত্রার কম্পনই বা কেন ? খুতিয়ে দেখছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি ডিপার্টমেন্ট।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: