Weather

জাকিয়ে ঠান্ডা বঙ্গ জুড়ে, কাঁপছে তিলোত্তমা

চলতি মরশুমে আজই সব থেকে শীতলতম দিন, রবিবার সকালে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

পল্লবী কুন্ডু : আর রক্ষে নেই, এবার জাঁকিয়ে শীত বঙ্গে। এতদিন শীত আসার অপেক্ষায় প্রহর গুনছিল তিলোত্তমা। তাতেয় সহায় এবার শীত বাবাজি। শুক্রবার রাত থেকেই জানান দিতে শুরু করেছে। শনিবার সকালেই কলকাতার(Kolkata) পারা এক ধাক্কায় ১৫ ডিগ্রির নীচে। আর তারপরেই রবিবার সকালে সেটাই নেমে দাঁড়ালো ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এতেই খ্যান্ত দেয়নি, সাথে প্রকট হয়েছে কনকনে উত্তুরে হাওয়া। বলা যেতেই পারে যে, চলতি মরশুমে আজই সব থেকে শীতলতম দিন। তবে রাতের দিকে উষ্ণতা আরো কমতে পারে বলেই খবর।

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। দমদমে শনিবারই তাপমাত্রা দাঁড়িয়েছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ৯ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমে গিয়েছিল। সঙ্গে পাল্লা দিয়ে বইছে উত্তুরে হাওয়া। তারই রেশ ধরে রবিবার কলকাতার তাপমাত্রা আরও কমে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। একইসঙ্গে এখনও পর্যন্ত এটাই চলতি মরশুমের শীতলতম দিন।

শুধুমাত্র কলকাতা নয়, উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিম জেলাগুলিতেও পারা নেমেছে ৭-৮ ডিগ্রিতে। এদিন সকালে পানাগড়ে পারা নেমেছে ৬.৮ডিগ্রিতে। শ্রীনিকেতন, আসানসোলের তাপমাত্রা ৭-৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। পুরুলিয়ায় তাপমাত্রা দাঁড়িয়েছে ৭.৩। তাই আলিপুর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ আর আগামী ২-৩দিন বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে। অন্যদিকে, শনিবার দার্জিলিঙের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। জলপাইগুড়ির পারদ ৯ ডিগ্রির কাছে ছিল। রবিবারও সেই ধারা বজায় আছে। বড়ো দিনের আগেই শীতের দাপট বঙ্গ জুড়ে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: