Weather

ঘন কুয়াশায় দুই বঙ্গকে ঢেকে রাখলেও ,তার মাঝে নামছে পারদ

শীত বাড়ছে, ঘুরতে যাওয়ার মন করলেও তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনা

চৈতালি বর্মন : ঘন কুয়াশায় শহর ঢেকে থাকলেও ,ভালোই শীত উপভোগ করছে কলকাতাবাসী(Kolkata)। আর শীতকাল মানেই সবার মধ্যে একটা ঘুরতে যাওয়ার আগ্রহ জাগে। কিন্তু অন্যান্য বছর গুলো যেরকম ভাবে কাটে এই বছর ঠিক সেরকম ভাবে কাটাতে পাচ্ছে না কেউই। সবের মাঝে বাদসাদছে করোনা। তাও কোরোনার মধ্যেও রাজ্যের কিছু কিছু পার্ক গুলি খুলছে সমস্ত নিয়ম মেনে।

শহরে সেভাবে এখনো শীত পড়েনি। কিন্তু শনিবার শহরে পারদ নামলো অনেকটাই অন্যান দিনের থেকে ২ ডিগ্রি বেশি। তার জেরেই শহরবাসী বেশ ভালোই শীত অনুভব করছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও কুয়াশা কিন্তু এখনো তার অন্ধকারের ঢেকে রেখেছে দুই বঙ্গকেই।

এই অবস্থার কারণ হলো,বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক ঘূর্ণবাতের। আবহাওয়া সূত্রে খবর ,বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে এক বিপরীত ঘূর্ণবাত যার জেরেই এই অবস্থা। অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণ হল এটাই। প্রচুর পরিমানে রাজ্যে ঢুকছে জলীয়ও বাস্প যার কারণে এত কুয়াশা। এই রকম অবস্থা আরো ২-৩দিন থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: