হিমেল হাওয়ায় বর্ষবরণ তিলোত্তমায়
কলকাতায় এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে

পল্লবী কুন্ডু : বড়দিনের পর এক নতুন বছরেও জমিয়ে ঠান্ডা। নতুন বছরে নতুন আমেজে শহরবাসী(Kolkata)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুদিনে পারদ পতন নিশ্চিত। দক্ষিণের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলবে আরও ৪৮ ঘণ্টা। পাহাড় থেকে সমতল, শীতের কাঁপন এবার সর্বত্র। কলকাতায় এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে। রাতের দিকে যা আরো নামতে পারে।
গতকাল শহর ছিল ১১ ডিগ্রিতে। সাথে কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছিল। আগামী দু’দিন জেলাগুলিতে আরও ২ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা আছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণের জেলাগুলিতে পারদ পতন হবে আরও কিছুটা। দিক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জমিয়ে ঠান্ডা। তাপমাত্রা ৮-৯ ডিগ্রির আশপাশে রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রির আশপাশেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ।
ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদ ঝলমলে আকাশ। বে কয়েকটি জেলায় হাড়হিম শৈত্যপ্রবাহ চলছে কদিন ধরেই। বিশেষত পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ৪৮ ঘণ্টা। পাশাপাশি জানা যাচ্ছে, গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখন নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে।
বছর শেষে একেবারে সতেজ আমেজে বঙ্গবাসী।