বছরের শেষে একেবারে ছক্কা হাঁকাবে শীত, বলছে হাওয়া অফিস
আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠাণ্ডায় কাঁপবে পশ্চিমবঙ্গবাসী

পল্লবী কুন্ডু : বড়োদিনে জমিয়ে ঠান্ডা বঙ্গ জুড়ে। কি বলছে হাওয়া অফিস ? আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, ডিসেম্বর মাসের শেষের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে গোটা বঙ্গ জুড়ে। আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠাণ্ডায় কাঁপবে পশ্চিমবঙ্গবাসী(West Bengal)। আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নিচের দিকেই থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি বইবে উত্তুরে কনকনে হাওয়া।
সাথে আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গেল, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে, স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1° কম। শহর এবং শহরতলিতে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশের আশে পাশে থাকবে।
অন্যপদিকে, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে আগামী বৃহস্পতিবার ঘন কুয়াশাযর সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অবশ্য কুয়াশা কেটে গিয়ে রোদের উত্তাপ টের পাওয়া গিয়েছে, যা অত্যন্ত আরামদায়ক।