টাকার বিনিময়ে পেয়েছেন “স্কচ”, টুইটারে বিস্ফোরক শুভেন্দু
যত বেশি টাকা খরচ করা সম্ভব ততবড় বিভাগে পুরস্কার মেলে: শুভেন্দু অধিকারী

মধুরিমা সেনগুপ্ত: রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই সুখবর! স্কচ পুরস্কারে সম্মানিত হলো পশ্চিমবঙ্গ সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট করে এদিন জানান স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড। করোনাকালেও পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষার বিস্তারের জন্য এই পুরস্কার পেয়েছে রাজ্যের স্কুল এবং উচ্চ শিক্ষা দপ্তর।এছাড়াও একই পুরস্কারে সম্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও।
কিন্তু টুইটারে অন্য সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি অর্থের বিনিময় এই পুরস্কার পেয়েছে রাজ্য। তিনি টুইটারে লিখেছেন, “শুনতে পেলাম রাজ্য সরকারের বেশকিছু দপ্তর স্কচ পুরস্কার অর্থাত্ সমীর কোচার পুরস্কার পেয়েছে। কিন্তু এই পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। যারা এই পুরস্কারের জন্য আবেদন করেন তাদেরকে পুরস্কৃত করা হয়। এমনকি এটাও শোনা গিয়েছে পুরস্কারের অন্তিম পর্বে মহার্ঘ স্টল কিনে বিজ্ঞাপন দিতে হয় আবেদনকারীকে। যত বেশি টাকা খরচ করা সম্ভব ততবড় বিভাগে পুরস্কার মেলে।” সকালে টুইটারে মমতা বন্দোপাধ্যায়ের টুইটের পরেই শুভেন্দুর অধিকারীর এই অভিযোগ। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্যের জেরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।