Health
কোরোনার প্রকোপ কমলেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর বিভীষিকা
পুরসভা মশার বংশবৃদ্ধি প্রতিরোধের কাজ চালাবে সপ্তাহে ৫ দিন

তিয়াসা মিত্র : রাজ্যে এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির হলেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে ১০ দফা সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর । এদিন এ বিষয়ে আলাচনায় বৈঠকে বসেন আধিকারিকরা। সেখানে জানানো হয়েছে, বিভিন্ন পুরসভা মশার বংশবৃদ্ধি প্রতিরোধের কাজ চালাবে সপ্তাহে ৫ দিন।
মার্চ-এপ্রিল জুড়ে এই কাজ চলবে। একই দিনে নির্দিষ্ট পুরসভার সব জায়গাতে অভিযান চালাবেন কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে জমা জল ও জ্বরের পরীক্ষা করা হবে। গ্রামাঞ্চলে কোর টিম গড়ে বাড়ি বাড়ি গিয়ে হবে পরীক্ষা। প্রতি গ্রামে এমন পরীক্ষার জন্য গড়া হবে ১৫ জনের টিম। এদিন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের বৈঠকে।