
নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাই কোটের রায়ে চাকরি বাতিল তালিকায় নাম উঠে এলো মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জীর , বীরভূমের ১ নম্বর ব্লকের চকাইপুর মুখ্যমন্ত্রীর বাড়ি। এর পাশেই কুসুম্বা গ্রামে মমতা ব্যানার্জীর মামার বাড়ি, যদিও নিহার মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মামাতো ভাই তবুও পার্টির নেতা হিসেবে বেশ পরিচিত মুখ।
নিহার মুখোপাধ্যায় বলেন “আমার মেয়ের মাথার ঠিক নেই , ওর চিকিৎসা চলছে। বিয়ে হয়েগেছে তার পর থেকে সব খবর রাখতে পারিনা। ২০১৭ সালে চাকরি পেলেও একদিন-ই গেছিল , সেই দিন গিয়েই চাকরি ছেড়ে দেয়। শুনলাম হাইকোর্টের group-C এর বাতিল তালিকায় আমার মেয়ের নাম এসেছে , কিন্তু আমরা মেয়েকে কাউকে টাকা দিতে হয় নি। পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে , ও পড়াশুনায় খুবই ভালো মেয়ে। কিন্তু শুধু ওষুধ খায় আর খুমিয়ে পড়তে চায় , তাই ও আর চাকরি করে নি। তাই সব সময় অসুস্থ থাকে , আর এখন PG হাসপাতালে ভর্তি ” .
নিহার মুখোপাধ্যায় বলেন বিয়ে হয়ে যাবার পর বৃষ্টি চাকরি পেয়েছিল। এখন প্রশ্ন, কেন চাকরি ছাড়তে হল তাও আবার সরকারি চাকরি ? এর উত্তরে নিহার বাবু বলেন যে আমার মেয়ে অসুস্থ তাই চাকরি করেনি। বোলপুর হাই স্কুলে এই চাকরি পান বৃষ্টি মুখোপাধ্যায় , আর এই স্কুল কিন্তু জেলা কেন রাজ্যের মধ্যে নামডাক করা স্কুল।
এই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচায্য বললেন আমরা কিছুই জানি না এই বিষয়ে। সব নিয়োগের ক্ষেত্রেই জেলার DI অফিস থেকে এসএসসি (SSC ) মাধ্যমেই কাজ হয়। বৃষ্টি মুখার্জী সমন্ধে জিজ্ঞাসা করলে ৯০ শতাংশ এই স্কুলের সকলেই বলবে আমরা কোনো দিন দেখি নি। একদিন ধূমকেতুর মত এলো আবার চলেও গেল । আর সেই দিনই বৃষ্টি মুখার্জী পদত্যাগ করে চলে যান , কি কারণ বা কেন কাজ তিনি করবেন না কিছুই বলেন নি। আমাদের কোনো ভূমিকা নেই এখানে , কারণ নিয়োগ কর্তারা যদি পাঠান আমাদের কাছে তাহলে তো আমাদের নিতেই হবে।