Big StoryNation

ভারতীয় জওয়ানদের গুলিতে মৃত্যু কুখ্যাত হিজবুল কমান্ডারের

জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হলো দুই জঙ্গি

সায়ন দেবসিংহ : কুলগামে ভারতীয় সেনা এবং জঙ্গিদের মধ্যে চলছিল গুলির লড়াই। জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হলো দুই জঙ্গি। একজন এইচএম সিরাজ মৌলভি, অন্যজন ইয়ার ভাট। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে এমনটাই খবর। সিরাজের মৃত্যু কাশ্মীর পুলিশ এবং জওয়ানদের কাছে সুখবর বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার।

জানা গেছে ২০১৬ সাল থেকে জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে স্থানীয় যুবকদের হিজবুলে নিয়োগ শুরু হয়। পাশাপাশি সাধারণ মানুষকে খুন করে তাদের মধ্যে ভয়ের আবহাওয়া সৃষ্টি করেছিল সিরাজ। অবশেষে এই দানবকে হত্যা করলো ভারতীয় সেনা।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: