West Bengal

“বেপরোয়া এবং বেআইনি ” মা উড়ালপুল থেকে পরে মৃত বাইক চালক

মা উড়ালপুলের রক্ষণ শীলতার ক্ষেত্রে প্রশ্নের মুখে পুলিশ বাহিনী

তিয়াসা মিত্র : নিশুতি রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী মা উড়ালপুল। রাত তিনটে নাগাদ বেআইনি ভাবে মা উড়ালপুলের ওপর দিয়ে যাচ্ছিলো একটি বাইক যার গতিও ছিল বেপরোয়া। সেই গতিতেই ঘটে দুর্ঘটনা। শেষমেশ গতি সামলাতে না পেরে পর্যায়ে ৩৫ ফুট উঁচু থেকে বাইক সমেত নিচে পরে বাইক চালক এবং বাইক আরোহী।

পুলিশ সূত্রে, খবর বাইক আরোহিত সেই স্থানেই মৃত্যু ঘটে এবংচালকের অবস্থা সঙ্কটজনক হাতে তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। জানা যাচ্ছে মৃত আরোহীর নাম শুভম কুমার। বয়স ২১ বছর। ভিআইপি নগরের বাসিন্দা। তাঁর সঙ্গী জখম বাইক চালকের নাম অঙ্কিত কুমার। তিনিও ভিআইপি নগরেরই বাসিন্দা বয়স ২১। পুলিশ জানিয়েছে, সেই সময়ে বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। রুবির দিক থেকে আসার সময় তিনি রক্ষণাবেক্ষণের জন্য সামান্য দূরত্বে রাখা গার্ড রেলের ফাঁক গলে নিচে পরে যান ।

বেশ কয়েকবছর আগে এই উড়াল পুলেই আর একটি যে দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই সময়ে রাজ্যের মুখমন্ত্রী আদেশ করেছিলেন রাতের সময়ে মা উড়ালপুলের সুবিধা কোনো বাইক চালককে দেওয়া হবে না। তবে কেন এই বাইকের দুর্ঘটনা আবারো ঘটলো ? এই নিয়ে উঠেছে প্রশ্ন। কি করেই বা রাত তিনটের সময় বাইক চালক নিয়ম লঙ্ঘন করে উড়ালপুলের সুবিধা নিতে গেলো? উঠেছে পুলিশ-এর ওপরের প্রশ্নের আঙ্গুল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: