Book Shelf

স্কলারশিপের ফর্ম ফিলাপ কিন্তু করোনা বিধির লেশ মাত্র নেই লাইনের মাঝে

নিউ মার্কেট থানার পুলিশ বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেন

তিয়াসা মিত্র : খোদ কোলকাতাতে এরকম কিছু ঘটনা যা সত্যি বিবেকে ভয়ের সৃষ্টি করে ঠিক তেমনি একটি চিত্র দেখা যাচ্ছে ধর্মতলার কলকাতা পৌরসভার সদর দপ্তরের বাইরে। যেখানে লম্বা লাইন পড়েছে সেই মধ্যরাত থেকে। ফর্মফিলাপ চলছে স্বামীবিবেকানন্দ স্কলারশিপের আর সেই ফর্ম ফিলাপ করতে পড়ুয়া রা লাইন দিচ্ছে মধ্যরাত থেকে আবার কেউ লাইন দিয়েছে সকাল থেকে।

দেখা মিলছে না সেই লাইনে কোনোরকম করোনা বিধি অর্থাৎ, মুখে নেই অনেকেরই মাস্ক নেই সামাজিক দূরত্ব। এরই মধ্যে দোসর হয়েছিল আর এক বিপত্তি, যারা মদ্ধ রাত থেকে লাইন দিয়েছিল সকাল হতেই তাদের বলা হলো আগেরদিনের প্রার্থীরা আগে ফর্ম ফিলাপ করতে পারবে। সব মিলিয়ে মোট ১০০ টি ফর্মফিলাপ হবে রোজ। এই কথা শোনাতে রাত থেকে লাইন দেওয়া পড়ুয়ারা বা তাদের বাড়ির লোকেদের মধ্যে দেখা যায় ক্ষোভের দৃশ্য এবং সৃষ্টি হয় বিশৃঙ্খলা।

এই পরিস্থিতিতে নিউমার্কেট থানার পুলিশরা আসেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে ঘোষণা করা হয়, প্রতি প্রার্থীর আপিলের ফর্ম জমা নেওয়া হবে। কিন্তু এই সবের মধ্যেও দেখা গেলোনা করোনা বিধির দৃশ্য।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: