
সায়ন দেবসিংহ : সোমবার শহরে পারদ নামলো ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার কারণেই এই দ্রুত হাওয়াবদল। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। শীতের এই আমেজ বজায় থাকবে কয়েকদিন।
তবে আগামী সপ্তাহে শীতে বাধা আসতে পারে। নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানা গেছে। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ১৬ বছরে এই নিয়ে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা। ২০১৬ সালের ৮ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।তবে তার আগেই উত্তরের মতো দক্ষিনেও আবহাওয়ায় থাকবে শীতের আমেজ।