Big StoryYouth

অনলাইন ক্লাস-ই শ্রেয় ছিল তার কাছে ,অভিভাবকদের চাপে কলেজ যাওয়াতে আত্মঘাতী মনীষা

অভিভাবকদের কলেজ পাঠানোর চাপ তার আত্মঘাতী হওয়ার প্রধান কারণ

তিয়াসা মিত্র : করোনা পরিস্থিতির পর থেকেই অনলাইনেই পড়াশোনা করে অভস্থ হয়ে গেছিলো অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের কোন্ডাপল্লি মণীষা অঞ্জু নামে ওই কলেজছাত্রী। তবে এর পর যখন অফলাইন ক্লাস শুরু হলো তখন তারার মন নেই কলেজ গিয়ে ক্লাস করতে। তার বাবা এবং মা তাকে সাধারণ জীবনে ফিরে আসতে বোলাতে সেই তার কাছে চাপ বলে মনে হয়। এবং অভিমানে আত্মঘাতী হয় সেই কলেজ ছাত্রী।

সূত্ৰে খবর, শ্রীকাকুলামের ‘রাজীব গাঁধী ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস’-এর ছাত্রী অঞ্জুর ঝুলন্ত দেহ গত বুধবার তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। তদন্তের পর পুলিশ এটি আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে অভিভাবকেরা জোর করে কলেজে পাঠানোয় অভিমানী অঞ্জু আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রের খবর, অঞ্জু অনলাইনে ক্লাস চালিয়ে যেতে চাইলেও অভিভাবকেরা জোর করে কলেজে হস্টেলে পাঠিয়েছিলেন তাঁকে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: