করোনা পরিস্তিতির মধ্যে বড় ধাক্কা মধ্যবিত্তদের, দাম বৃদ্ধি বাণিজ্যিক গ্যাসের
বাড়ির রান্না গ্যাসের দাম ৯২৬ টাকাই রয়েছে

বনিতা রায় : গত একবছর ধরে করোনায় আতঙ্কিত গোটা দেশবাসী। করোনা পরিস্তিতির কারনে বহু সাধারণ মানুষের কাজ নেই, এরই মধ্যে কয়েকদিন পরপর জিনিসের দাম বেড়েই যাচ্ছে। ফের আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। মাসের প্রথমেই সাধারন মানুষের জন্য ফের বড় ধাক্কা। সরকারি অয়েল মার্কেটিং সংস্থা আবারও দাম বাড়াল। প্রায় ১১ মাসে রান্না গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৩০০ টাকা করে বেড়েছে।
ইন্ডিয়ান অয়েল কার্পারেশান ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা দাম বেড়েছে যার ফলে ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের দাম ২ হাজার ১৭৭ টাকা হয়েছে।কলকাতায় আজ থেকে ১৯ কিলো ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম ২১৭৪.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে অন্যদিকে কিছুটা স্বস্তি ১৪.২ কেজি ওজনের দাম আপাতত বাড়ছে না।কলকাতায় ভর্তুকিহীন বাড়ির রান্না গ্যাসের দাম ৯২৬ টাকাই থাকছে।