Economy Finance

লক্ষীর রান্না ঘরে স্বস্তির হাওয়া ,আলুর দাম কমল ২৫ টাকা

আলুর দাম কমায় ,কিছুটা হলেও স্বস্তির নিঃশাস ফেলছে মধ্যবিত্তরা

চৈতালি বর্মন : কদিন আগে আলু কিনতে গিয়ে মধ্যবিত্ত লোকেরা দুবার ভাবছিলেন কিনবে কি কিনবে না। শাকসবজি কেনা গেলেও আলু কিনতে অনেককেই সাহস পাচ্ছিলেন না। কারণ তখন বাজারে আলুর দর(Potato prices) চলছিল ৪৫-৫০ এর আশেপাশে। যার কারণে সবার পক্ষে আলু কেনা সম্ভব হচ্ছিল না। প্রতিদিনের নিত্তপ্রজনীয়েও জিনিস গুলোর মধ্যে রান্নার জন্য আলু সবাইকে আনতেই হয়।

কিন্তু ডিসেম্বরের ১তারিখ থেকে আলুর দাম কমতে শুরু করে। এক দিকে সরকারি ভাবে ২৫ টাকা কিলোগ্রাম দরে আলু বিক্রি, অন্য দিকে হিমঘর বন্ধের নির্দেশের জোড়া ধাক্কায় অবশেষে বাজারে নামতে শুরু করল আলুর দাম। বেশ কয়েকমাস ধরে দাম বাড়তে বাড়তে সপ্তাহ কয়েক আগে আলুর দর পৌঁছে যায় প্রতি কিলোগ্রাম পঞ্চাশ টাকা দরে।

আলুর দাম নিয়ন্ত্রণে নানা রকম সরকারি নিষেধাজ্ঞা জারি করা হলেও সে সবের তোয়াক্কা না করে স্থানীয় বাজারে আলু হাফ সেঞ্চুরি করেছিল নির্বিবাদে। প্রতি কিলোগ্রাম চন্দ্রমুখী আলু ৫০ টাকা আর জ্যোতি আলু ৪৫ টাকা দরে কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের আঁচ টের পেতেই ময়দানে নামে রাজ্য সরকার।আজ শুক্রবার এক ধাকায় প্রতি কিলো আলুর দাম নেমে দাঁড়ালো ২৫ টাকায়। চন্দ্রমুখী ও জ্যোতি আলু প্রতি কেজি ৫০-৪৫ থেকে এক ধাকায় নেমে দাঁড়ালো প্রতি কেজি ৩০-২৫ টাকায়। কিছুটা হলেও মানুষের স্বস্তির নিঃশাস পড়ছে বাজারে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: