Nation

আজই সমাধান হবে কৃষকদের সমস্যার বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

দাবীতে অনড় কৃষকরা, অষ্টম দফায় সুরাহা মিলবে কি?

মধুরিমা সেনগুপ্ত: কেন্দ্রের সঙ্গে কৃষকদের অষ্টম দফার বৈঠক শুরু হওয়ার আগেই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ওনার বক্তব্য কেন্দ্রীয় সরকার বিশেষভাবেই আগ্রহী কৃষকদের সমস্যা মেটানোর জন্য। তারা খোলা মন নিয়েই কৃষকদের সাথে সমস্যার সমাধান করার ইচ্ছা প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে দুই পক্ষই আলোচনার সময় নিজেদের অবস্থান ছেড়ে এগিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এদিনই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর আগে আরও সাত দফা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল কৃষকরা। একদিকে কৃষকরা যেমন নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় ছিলেন তেমন কেন্দ্রীয় সরকারও আইন প্রত্যাহার না করার বিষয় অনড়। ফলে একাধিক বৈঠক হওয়া সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হয়নি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অষ্টম দফার বৈঠকে যোগ দেওয়ার আগে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।সমস্যা সমাধানে পঞ্জাবের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলবেন কিনা তা জিজ্ঞাসা করা হলে কৃষি মন্ত্রী বলেন সমস্যা সমাধানে সরকার সকলকেই স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের ধর্মীয় নেতা নানকসার গুরুদ্বারের প্রধান বাবা লাকা দেখা করেন কৃষি মন্ত্রীর সঙ্গে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং তার পাশাপাশি নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আইন তৈরির দাবি নিয়ে গত ৪৪ দিন ধরে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। এমএসপি নিয়ে সরকার কিছুটা সুর নরম করলেও এখনও পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করা হবে না বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আন্দোলনকারী কৃষকরা আগামী ২৬ জানুয়ারি জাতীয় রাজধানীর বুকে ট্র্যাক্টর ব়্যালি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।ইতিমধ্যে তারা মহড়াও শুরু করে দিয়েছে।অষ্টম বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে রয়েছেন নরেন্দ্র সিং তোমার, পীযূশ গয়াল ও সোম প্রকাশ। কৃষকদের পক্ষ থেকে রয়েছেন ৩০টি কৃষক সংগঠনের সদস্যরা। বিজ্ঞান ভবনে এই বৈঠক হচ্ছে।তবে বৈঠক চলাকালীন কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রের এই তিন কৃষি আইন বাতিল করা যাবে না।তাই এই সমস্যার সমাধান যে অষ্টম বৈঠকেও হবে না তা বোঝা যাচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading